টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ২১ হাজার পিস ইয়াবাসহ সাত জনকে আটক করছে কোস্ট গার্ড। এরা হলো ফরিদ আলম, আবুল কাসেম, জসিম উদ্দিন, সলিমুল্লাহ, আমানউল্লাহ, সোহেল উদ্দিন ও নিজাম উদ্দিন।
সোমবার দিবাগত দেড়টায় টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বিসিজি স্টেশনের সেন্টমার্টিন কোস্ট গার্ড সদস্যরা তাদের আটক করে।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বি এন খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টায় উপজেলার সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় বিসিজি স্টেশন সেন্টমার্টিন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ঐ এলাকায় বাংলাদেশি একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামানোর সংকেত দেন। কিন্তু বোটটি না থেমে দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা বোটটি ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।