সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

জাবির ভর্তি পরীক্ষা: ছিনতাইকারী চক্রের সদস্য আটক

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৬:৪১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তার অভিভাবকের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনতাইকালে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) সকাল ১০টায় সাভারের গেন্ডারিয়া থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা চক্রের অপর দুই সদস্য পালিয়ে যান।

আটক নুরে আলম রাজধানীর মিরপুরের বাসিন্দা। তিনি পেশায় একজন রিকশাচালক।

ঘটনাস্থলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী হাসান সজীব এবং সরকার ও রাজনীতি বিভাগের শাহরিয়ার শুভ উপস্থিত ছিলেন।

সরকার ও রাজনীতি বিভাগের শাহরিয়ার শুভ বলেন, ‌‘ডি ইউনিটে পরীক্ষা দিতে আসা এক ভর্তিচ্ছু ও তার অভিভাবকের কাছ থেকে ছিনতাইকারীরা ৩০ হাজার টাকা ছিনতাই করে। আমরা তাদের টাকা উদ্ধারের ব্যবস্থা করে অভিভাবকের কাছে পৌঁছে দিয়েছি। পরে ছিনতাইকারীকে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়েছে।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘শিক্ষার্থীরা এক ছিনতাইকারীকে আটক করেছে। ছিনতাইকৃত টাকা উদ্ধার হয়েছে। অভিযুক্তকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।’

ইত্তেফাক/মাহি