রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন কুমাজপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১২। বুধবার (৩ আগস্ট) সকালে এ অভিযান চালানো হয়। র্যাব-১২ এর মিডিয়া অফিসার এম. রিফাত-বিন-আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মাদককারবারি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হাড়িয়া সরকারবাড়ী এলাকার মৃত লুদু মিয়ার ছেলে শাহীন মিয়া (৩২)।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার এম. রিফাত-বিন-আসাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসের ভিতরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ মাদককারবারি শাহীনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।