চট্টগ্রাম থেকে অপহরণ হওয়ার তিন বছর পর এক শিশুকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ| সিয়াম নামে আট বছর বয়সী ঐ শিশুকে গত মঙ্গলবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল এলাকার একটি রেস্টুরেন্ট থেকে উদ্ধার করে পিবিআই|
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাইমা সুলতানা|
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৯ সালের ২৫ জুন বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন বাসার সামনে থেকে প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে মো. সিয়াম অপহৃত হয়| এ ঘটনায় তার মা ইয়াসমিন বেগম বাকলিয়া থানায় একটি এজাহার দায়ের করেন| অপহরণকারী শিশুটির মাকে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে| ৪০ হাজার টাকা দিতে রাজি হলে শিশুটিকে ফেরত দেওয়া হয়নি| বাকলিয়া থানা পুলিশ অপহরণের সঙ্গে জড়িত মো. নাসির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে| সে অপহরণের কথা স্বীকার করলেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ| পরে মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই|