গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির ২০২২-২০২৩ বছরের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি বিভাগের ২০১৭-১৮ সেশনের মুকুল আহমেদ রনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী পার্থ প্রতীম ব্রহ্ম।
গত ২৭ জুলাই আগামী একবছরের জন্য সংগঠনটির ২৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বশেমুরবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব। মডারেটরের দায়িত্বে রয়েছেন সহকারী অধ্যাপক তসলিম আহমেদ।
নতুন সাধারণ সম্পাদক পার্থ প্রতীম ব্রহ্ম বলেন, বিতর্কের মাধ্যমে অন্যের মূল্যবোধকে সম্মান জানানো শেখা যায়। যুক্তির সৌন্দর্যের মাধ্যমে নিজেদের বিশ্ববিদ্যালয়ের নামও বিতর্ক অঙ্গনে উজ্জ্বল করতে চাই।
সভাপতি মুকুল আহমেদ রনি বলেন, আমার লক্ষ্য থাকবে বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধি চর্চা এবং বিতর্কচর্চাকে তরান্বিত করা।