বর্তমান সময়ে সাকিব আল হাসানের ব্র্যান্ডভেলু্য যে কোনো ক্রিকেটারের চেয়ে ঊর্ধ্বে। ক্যারিয়ারের ক্রান্িতলগ্নে এলেও তারকাখ্যাতিতে বিন্দুমাত্র ছাপ পড়েনি। তাই সাকিবকে শুভেচ্ছাদূত বানানোর সুযোগ হাতছাড়া করতে চায় না কোনো প্রতিষ্ঠান। কিছদিন আগে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করেন সাকিব। সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিংও এর শুভেচ্ছাদূত।
মূল ধারার সংবাদমাধ্যম হিসেবে খুব একটা পরিচিত নয় ‘বেট উইনার নিউজ’। তবে নিউজ শব্দটি কেটে দিলে নামটি অনেক জুয়াড়িদের কাছেই পরিচিত। বেট উইনার মূলত একটি বেটিং সাইট (জুয়াড় আসর)। নামে মিল থাকায় ‘বেট উইনার নিউজ’কে অনেকেই বেট উইনারের অঙ্গপ্রতিষ্টান হিসেবে ধরে নিচ্ছে। যদি তা একে অপরের সঙ্গে সম্পৃক্ত হয় তাহলে সাকিবকে ছেড়ে কথা বলবে না বিসিবি। গতকাল বোর্ড সভায় সাকিবের উদ্দেশ্যে কড়া জবাবই দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘আমাদের অনুমতি নেওয়ার প্রশ্নই আসে না। কারণ আমরা দেবই না। (চুক্তি) হয়েছে কি না সেটা জানতে হবে। হলে নোটিশ দেওয়া হবে। বেটিং হলে বোর্ড কখনো অনুমোদন দেবে না। বিসিবি কোনো অ্যালকোহল বা বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে থাকে না।’
সাকিব গত মঙ্গলবার বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি প্রসঙ্গে ফেসবুকে লেখেন, ‘প্রিয় ভক্তরা। বেট উইনারনিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে ঘোষণা দিতে পেরে আমি গর্বিত। বেট উইনার নিউজ স্পোর্টস সংবাদের একমাত্র সূত্র। তুমি যদি সবসময় ট্রেন্ডের সঙ্গে থাকতে চাও এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্লেষণ ও খেলার হাইলাইটস পেতে চাও তাহলে বেট উইনার নিউজ তোমার জন্য।’