সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমাটি। এতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য অস্কার জিতেছিলেন তিনি। এরপর থেকেই ভক্তদের অপেক্ষা আরও তীব্র হয় প্রিয় অভিনেতার নতুন সিনেমা দেখার জন্য। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হলো।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পেয়েছে ব্র্যাড পিটের বহুল আলোচিত সিনেমা ‘বুলেট ট্রেন’। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’খ্যাত পরিচালক ডেভিড লিচ।
সিনেমাটিতে আততায়ীর ভূমিকায় অভিনয় করেছেন ব্র্যাড পিট। শুধু তাই নয়, সিনেমাটির ৯৫ শতাংশ ফিজিক্যাল স্টান্ট ব্র্যাড নিজেই করেছেন। পাশাপাশি অ্যাকশন এবং ফাইট সিকোয়েন্সও ‘পারফর্ম’ করতে কারও সাহাঘ্য নেননি ব্র্যাড। সেই পারফরম্যান্স পর্দায় কিভাবে ফুটে উঠেছে তা দেখার জন্য শুরু থেকেই কৌতুহল রয়েছে ব্র্যাড ভক্তদের। এছাড়াও সিনেমাটিতে প্রথমবারের মতো ব্র্যাড পিট ও স্যান্ড্রা বুলক।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন লেডি গাগা, জো কিং, অ্যারন টেইলর জনসন, ব্রায়ান টাই হেনরি, যাজি বিটজ, মাইকেল শ্যানন, লোগান লরম্যান, মাসি ওকা, অ্যান্ড্রু কোজিসহ জনপ্রিয় তারকারা