স্মরণকালের ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ। সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন শ্রমজীবি মানুষ। তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীরা।
এর অংশ হিসেবে শনিবার (৬ আগস্ট) সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে রিকশা, নৌকা ও জাল বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। এর মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তরা পুনরায় কাজে ফেরার সুযোগ পাবেন।
জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অজয় কুমার চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর মনিষ কান্তি দে মিন্টু, আলহাজ্ব মো. আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক জিএম তাশহিজ, শিক্ষক রূপক তালুকদার প্রমুখ৷
আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, আরিফ জাহান মামুন, প্রেসক্লাবের একাংশের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, ব্যাংক কর্মকর্তা সোহেল রানা, সুপর্ণ বণিক, পার্থ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকজনকে ২৩টি সেলাই মেশিন, ১০টি রিকশা, ৩টি নৌকা, ১টি হুইলচেয়ার ও কয়েকটি মাছ ধরার জাল প্রদান করা হয়।