শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উত্তরায় গ্যারেজে বিস্ফোরণ: অগ্নিদগ্ধ ৩ জনের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১০:২৬

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে নূর হোসেন (৬০) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে।

শনিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে, গতকাল রাত সাড়ে ১১ টায় আলম মিয়া এবং রাত ২টার দিকে ওই গ্যারেজের মালিক গাজী মাজহারুল ইসলাম (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

হাসপাতাল সূত্রে জানা যায়, নূর হোসেনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলো। এ ঘটনায় দগ্ধ আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

প্রসঙ্গত, একই দিন দুপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ হয়ে গ্যারেজের মালিকসহ কমপক্ষে ৮ জন দগ্ধ হন। গ্যারেজের ভেতর ভাঙারি মালামাল ছিল। ভেতরে বিভিন্ন স্প্রে বোতল ছিল। হঠাৎ বিস্ফোরণে সেখানে আগুন ধরে যায়।

ইত্তেফাক/মাহি