শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অভিষেকে জোড়া গোল হাল্যান্ডের

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৩:৪৩

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত অভিষেক হলো আর্লিং হাল্যান্ডের। ম্যানচেস্টার সিটির সঙ্গে চলতি মৌসুমে চুক্তি করা নরওয়েজিয়ান ফরোয়ার্ড জোড়া গোল করেছেন।

রবিবার লন্ডন স্টেডিয়ামে সিটিজেনরা ২-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। টানা তৃতীয় মৌসুমে নিজ দলের হয়ে লিগে প্রথম গোল করলেন হাল্যান্ড। ম্যাচ শেষে হাল্যান্ড বলেছেন, ‘এটা খুব ভালো, দারুণ শুরু। বেশি কিছু বলার নেই। ২-০ তে জয়। এভাবেই এগিয়ে যেতে হবে আমাদের।’

২৯ মিনিটে লুকাস ফ্যাবিয়ানস্কির বদলি হয়ে মাঠে নামা গোলকিপার আলফোনসো আরিওলার শুরুটা হয়েছে ভয়ঙ্কর। ছয় মিনিট পরই পেনাল্টির সুযোগ করে দেন তিনি। বক্সের মধ্যে হাল্যান্ডকে ফাউল করেন এবং পেনাল্টিও ঠেকাতে পারেননি।

হাল্যান্ডের দ্বিতীয় গোল এসেছে মাঝমাঠ থেকে কেভিন ডি ব্রুইনার চমৎকার পাস থেকে। বল ওয়েস্ট হ্যামের রক্ষণ চিড়ে তার কাছে আছে। বল নিয়ে দৌড়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন হাল্যান্ড।

ইত্তেফাক/ইউবি