শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরিশালে লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডু‌বলো বালুবাহী বাল্ক‌হে‌ড, নিখোঁজ ২

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০২:১৭

পি‌রোজপু‌রের ভান্ডা‌রিয়া থে‌কে ঢাকাগামী ম‌র্নিং সান ৯ ল‌ঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী একটি বাল্ক‌হেড‌ ডু‌বে গে‌ছে। এই ঘটনায় ওই বাল্ক‌হে‌ডের দুইজন নি‌খোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে বাল্ক‌হে‌ডের ধাক্কায় লঞ্চের তলা ফে‌টে গে‌ছে।

সোমবার (৮ আগস্ট) দিনগত রাত ৯টার দি‌কে উজিরপুরের সন্ধ‌্যা নদীর মী‌রের হা‌ট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। ত‌বে লঞ্চ‌টি বর্তমা‌নে উজিরপুরের চৌধুরীর হাট এলাকায় নোঙর করা হ‌য়ে‌ছে। 

ম‌র্নিং সান ৯ ল‌ঞ্চের যাত্রী হাসান বলেন, ‘বালুবাহী বাল্ক‌হে‌ড ও লঞ্চ একই গ‌তি‌তে চল‌ছি‌ল। হঠাৎ বাল্ক‌হেড‌টি ল‌ঞ্চের মাঝখা‌নে ধাক্কা দেয়। এতে বাল্ক‌হেড‌টি ডু‌বে যায় এবং বাল্ক‌হে‌ডের দুইজন নি‌খোঁজ হয়। এছাড়া ল‌ঞ্চের তলা ফে‌টে যায়।’

উজিরপু‌রের বড়া‌কোঠা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান অ‌্যাড‌ভো‌কেট শ‌হিদুল ইসলাম ঘটনাস্থ‌লে অবস্থান ক‌রে জানান, যাত্রীরা নিরাপ‌দে র‌য়ে‌ছে এবং অধিকাংশ যাত্রী চ‌লে গে‌ছে। এছাড়া ল‌ঞ্চের তলা ফে‌টে পা‌নি উঠে যাওয়ায় বর্তমা‌নে পা‌নি অপসারণ করা হ‌চ্ছে। এটা হ‌য়ে গে‌লেই যে যাত্রী র‌য়ে‌ছে তা‌দের নি‌য়ে রওনা হ‌বে লঞ্চ। 

ব‌রিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক ব‌লেন, ‘ঘটনাস্থ‌লে লোক পাঠা‌নো হ‌য়ে‌ছে। বাল্ক‌হে‌ড ডু‌বে যাওয়ার পাশাপা‌শি লঞ্চের তলাও ফে‌টে গে‌ছে। কিছু যাত্রী ল‌ঞ্চেই র‌য়ে‌ছে, বা‌কিরা আতঙ্কিত হ‌য়ে চৌধুরীর হাট এলাকায় নে‌মে গে‌ছে। লঞ্চ ঢাকায় ছে‌ড়ে যা‌বে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হয়‌নি।’
 
উজিরপুর থানা পু‌লি‌শের ওসি আলী আর্শাদ ব‌লেন, ‘ঘটনাস্থ‌লে আমরা র‌য়ে‌ছি। দুর্ঘটনায় বালুবা‌হী বাল্ক‌হেড‌টির দুইজন নি‌খোঁ‌জ র‌য়ে‌ছে। তাদের নাম প‌রিচয় জানা যায়‌নি, উদ্ধা‌র কাজ চলছে।’

ইত্তেফাক/এসজেড