মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কলেজ সহকারী আটক 

আপডেট : ১০ আগস্ট ২০২২, ২১:২৪

নাটোরের সিংড়ায় একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল খালেক (৫৮) নামের একই কলেজের অফিস সহকারীকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তি উপজেলার চামারী ডিগি কলেজের অফিস সহকারী ও হাসিঘাটি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাদ্দেকুল রহমান বলেন, ‘বুধবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে একাদশ শ্রেণির এক শিক্ষার্থী লাইব্রেরি রুমে গেলে অফিস সহকারী আব্দুল খালেক তাকে জড়িয়ে ধরে। পরে ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।’  

এদিকে, ঘটনার পর অভিযুক্ত অফিস সহকারী আব্দুল খালেকের শাস্তি দাবিতে বিক্ষোভ করেন কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। 

সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৯৯৯ এ কল পেয়ে অভিযুক্তকে জিজ্ঞেসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী সময়ে অভিযোগের ভিত্তিতে যথার্থ ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/মাহি