বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'দ. কোরিয়া লিফলেটের মাধ্যমে আমাদের দেশে করোনা ছড়িয়েছে'

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৬:২৬

দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়ানোর জন্য ফের দক্ষিণ কোরিয়াকে দায়ী করলো উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো-জং তার দেশের প্রাদুর্ভাবের জন্য দক্ষিণ কোরিয়াকে দায়ী করেছেন। খবর বিবিসির।  

কিম ইয়ো-জং বলেছেন, দক্ষিণ কোরিয়া সীমান্তের ওপারে কোভিডের সঙ্গে দূষিত লিফলেট পাঠিয়েছে।  তবে দক্ষিণ কোরিয়া এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

এছাড়া কিমের বোন জানান, দেশে করোনা চলাকালীন সময়ে কিম জং-উন 'জ্বরে' ভুগেছিলেন। তার বোন এই তথ্য নিশ্চিত করেছেন। 

যখন কিম জং-উন কোভিডের বিরুদ্ধে দেশের যুদ্ধে বিজয় ঘোষণা করলেন ঠিক এমন সময় তার বোন এই কথা বলেন। 

দেশটিতে গত মে মাসে তার প্রথম কোভিড প্রাদুর্ভাবের ঘোষণা করেছিল। তখন থেকে দেশটিতে জ্বরের সংক্রমণ ও মৃত্যুর খবর আসে। কিন্তু এই তথ্য নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে। বিশেষ করে মৃত্যুর সংখ্যা কম বলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

কিম জং-উন এর বোন উত্তর কোরিয়ার একজন শক্তিশালী সিনিয়র কর্মকর্তা। 

তিনি তার বক্তৃতায় বলেন, সীমান্তের ওপারে পিয়ংইয়ং-বিরোধী লিফলেট পাঠানো হয়েছিল। যার ফলে দেশটির উত্তর দিকে কোভিড ছড়িয়ে পড়ে। এজন্য তিনি দক্ষিণ কোরিয়াকে দায়ী করেন।

দক্ষিণ কোরিয়ার অ্যাক্টিভিস্টরা কয়েক দশক ধরে লিফলেট ছড়িয়ে আসছে। দেশটির উত্তর দিকে প্রোপাগান্ডা লিফলেট ভাসানোর জন্য বেলুন ব্যবহার করে। যদিও গত বছর এটি নিষিদ্ধ করা হয়েছিল।

 

 

ইত্তেফাক/এসআর