সাম্প্রতিক সময়ে আলোচিত একটি বিষয় হলো অনলাইন ম্যাট্রিমনি মিডিয়া। বাংলাদেশে ছোট-বড় অসংখ্য অনলাইন ম্যাট্রিমনি মিডিয়া বা ম্যারেজ মিডিয়া হাউজ রয়েছে। এরমধ্যে বাংলাদেশে এমন একটি মিডিয়া হলো বাংলাদেশিম্যাট্রিমনি ডটকম।
প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার শাহরুখুর রহমান খান বলেন, বাংলাদেশি ম্যাট্রিমনি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম ‘ম্যাট্রিমনি ডটকম’-এর একটি অংশ। জীবনসঙ্গী-সন্ধানী লাখ লাখ অবিবাহিত নারী-পুরুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ময়মনসিংহ জেলাসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী অবিবাহিত বাঙ্গালিরা (এনআরবি) বাংলাদেশি ম্যাট্রিমনির সেবার আওতাধীন। গত চার বছরে হাজারো অবিবাহিত বাঙালিদের মনমতো জীবনসঙ্গী খুঁজে পেতে সাহায্য করেছি আমরা। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কার্যক্রম আরও দৃঢ় হচ্ছে। সম্প্রতি, আমরা অফিস চালুর মাধ্যমে গ্রাহকদের পুরো দমে সেবা প্রদান শুরু করেছি।’
বিদেশের তুলনায় বাংলাদেশে অনলাইন ম্যাট্রিমনি মিডিয়ার ধারণাটি নতুন। সেক্ষেত্রে, গ্রাহকরা কেমন সাড়া দিচ্ছে এবং কোন শ্রেণির গ্রাহকরা প্ল্যাটফর্মে বেশি রেজিস্ট্রেশন করছে জানতে চাইলে তিনি জানান, ধারণাটি নতুন হলেও সম্ভাবনাময়। দেশব্যাপী ইন্টারনেটের বিকাশ ও ব্যবহারের ফলে যুবসমাজ দ্রুতই অনলাইন ম্যাট্রিমনি মিডিয়ার সঙ্গে পরিচিত হচ্ছে। ইতোমধ্যেই বলেছি যে, বাংলাদেশি ম্যাট্রিমনি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম ‘ম্যাট্রিমনি ডটকম’-এর একটি অংশ। টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্ম, ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন ইত্যাদির মাধ্যমে বৃহৎ স্কেলে প্রচারণা এবং মানসম্মত সেবার মাধ্যমে আমরা গ্রাহক সমাদৃত হচ্ছি।
বাংলাদেশিম্যাট্রিমনি ডটকমযুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউএই ইত্যাদি দেশেও কার্যক্রম পরিচালনা করে। নেটওয়ার্কটি কতদূর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিভিন্ন কারণে প্রবাসী বাঙালিদের জন্য জীবনসঙ্গী খোঁজার বিষয়টি মোটেই সহজ নয়। সাধারণত পরিবার, আত্মীয়স্বজন বা পাড়া-প্রতিবেশীরাই এরূপ সন্ধান নিয়ে আসে। তবে যেটা বললাম, আজকাল পাত্র-পাত্রী নিজেরাই নিজেদের পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে নিতে বেশি আগ্রহী, তাই আমরা প্রবাসীদের সেই সুযোগটি দিচ্ছি। হাজারো প্রবাসী বাঙালিরা আমাদের অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করছে। বিদেশ থেকে রেজিস্ট্রেশনে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভারত, যুক্তরাজ্য ও মালয়েশিয়া শীর্ষে এবং আমরা বিশ্বের অন্যান্য প্রান্তেও আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণের চিন্তাভাবনা করছি। ’
ব্যক্তিগত ও গোপন তথ্য সুরক্ষিত রাখতে প্রতিটি গ্রাহকই ভীষণ সতর্ক, বিশেষ করে নারীরা। অনলাইন মিডিয়া হিসেবে গ্রাহকদের সেই সুরক্ষা প্রদানে বাংলাদেশিম্যাট্রিমনিডটকম কী কী ব্যবস্থা গ্রহণ করেছে- এ বিষয়ে শাহরুখুর রহমান বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ম্যাচম্যাকিং প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশিম্যাট্রিমনিডটকম গ্রাহকদের সম্পূর্ণ সুরক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’
বিয়ের ক্ষেত্রে তরুণ প্রজন্ম কেন বাংলাদেশিম্যাট্রিমনিডটকম বেছে নিবে? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরাই দিচ্ছি সবচেয়ে বেশি পাত্র-পাত্রী অপশন, আমরা দিচ্ছি শতভাগ সুরক্ষার নিশ্চয়তা, আমরাই দিচ্ছি শতভাগ আসল প্রোফাইলের নিশ্চয়তা। বিভিন্ন ধর্ম, পেশা, জাতীয়তা, লাইফস্টাইলের মানুষ আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করছে। তাই তরুণ প্রজন্ম নির্দ্বিধায় বাংলাদেশিম্যাট্রিমনিডটকম ব্যবহার করতে পারবে।’