বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বদরগঞ্জে কাঁচা মরিচের দাম চড়া

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৯:৫৩

বদরগঞ্জে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। 

কাঁচাবাজার ঘুরে দেখার এক পর্যায়ে কৃষক মফিজুল হক ও ফারুক হোসেনের সঙ্গে দেখা হলে তারা বলেন, কাঁচা মরিচের এত দাম যে তাতে হাত দেওয়াই মুশকিল হয়ে গেছে। দোকানদার মরিচের কেজি চাইছেন ২৫০ টাকা।

লোহানীপাড়া ইউপির কাঁচাবাড়ি এলাকার মরিচচাষি সবুজ মিয়া জানা, আমি এক বিঘা জমিতে মরিচ চাষ করেছি। কিন্তু প্রচণ্ড তাপমাত্রার কারণে মরিচ গাছের ফুল নষ্ট ও গাছ মরে যাওয়ায় মরিচের উত্পাদন কমে গেছে।

তিনি আরও জানান, পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ ২১০ টাকা দরে বিক্রি করছি। খুচরা বাজারে মরিচ ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

খুচরা কাঁচামাল ব্যবসায়ী শাহিন মিয়া জানান, গত কয়েক দিন ধরে কাঁচা মরিচ বিক্রি করছি কেজিপ্রতি ২৫০ টাকা দরে।

বদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান মামুন জানান, কাঁচা মরিচের বাজার এখন বেশ চড়া। তাপমাত্রা বৃদ্ধি ও গত কয়েক দিন আগের ভারী বর্ষণে মরিচের ফুল ও গাছ মরে যাওয়ায় প্রভাব পড়েছে মরিচের বাজারে। আবহাওয়া স্বাভাবিক হলে উত্পাদন বৃদ্ধি পাবে। তখন মরিচের আর এই চড়া দাম থাকবে না। 

ইত্তেফাক/এআই