শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গঙ্গাচড়ায় তিস্তায় বিলীন হচ্ছে বিদ্যুতের খুঁটি

আপডেট : ১১ আগস্ট ২০২২, ২০:০২

গঙ্গাচড়ায় তিস্তায় বিলীন হচ্ছে বিদ্যুতের খুঁটি। এতে ক্ষতি হচ্ছে লাখ লাখ টাকার। ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা।

জানা যায়, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় এ বছর শতভাগ বিদ্যুতায়নের জন্য তিস্তার চরাঞ্চলে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে তিস্তার পানি বৃদ্ধি পেলে লক্ষ্মীটারী ইউনিয়নের পশ্চিম ইচলি এলাকায় ভাঙনে বৈদ্যুতিক তারসহ খুঁটি তিস্তায় বিলীন হয়ে যাচ্ছে।  

বিদ্যুৎ কর্তৃপক্ষ বিষয়টি অবগত থাকলেও খুঁটি সরানোর ব্যাপারে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেননি। গত বন্যায় বিনবিনা এলাকায় ২০ থেকে ২৫টি বৈদ্যুতিক খুঁটি তিস্তায় বিলীন হয়েছে। আরো হুমকির মুখে আছে অনেক খুঁটি।

স্থানীয় লোকজন বলছেন, নদী শাসন না করে অপরিকল্পিতভাবে এসব খুঁটি স্থাপন করায় সরকারের অনেক ক্ষতি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র। 

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গঙ্গাচড়াস্হ জোনাল অফিসের ডিজিএম আব্দুল জলিল বলেন, শতভাগ বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম চলমান রাখতে চরেও বিদ্যুৎ লাইন দেওয়া হয়েছে। চর এলাকায় বিদ্যুৎ লাইন টেকানো মুশকিল। তিনি আরও বলেন, খুঁটি, তার, ইনসুলিন এবং অন্যান্য যন্ত্রাংশ মিলে প্রতিটি খুঁটির দাম ৬৫ হাজার টাকা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

ইত্তেফাক/এআই