শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ডোমারে বেড়েছে আখ চাষ

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৯:৫৪

আবহাওয়া অনুকূল ও কোনো রোগবালাই না হওয়ায় ডোমারে ভালো ফলন হয়েছে আখের। ভালো ফলনের সঙ্গে ভালো দাম পাওয়ায় বেজায় খুশি আখচাষিরা।

উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের আখচাষি জয়নাল আবেদীন ও উপেন চন্দ্র রায়, জানান, প্রায় ১০-১২ বছর যাবত আখ চাষ করেছি। এবারে গত বছরের তুলনায় বেশি জমিতে আখ চাষ করেছি।

একই এলাকার হযরত আলী, মো. আমিন ও নুরুল হক জানান, এবার রোগ-বালাই কম হয়েছে। বাজারে আখের প্রচুর চাহিদা রয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. বকুল ইসলাম জানান, গত বছরের তুলনায় চলতি মৌসুমে আখ চাষ বেড়েছে। এবার উপজেলার ১৩ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় এক হেক্টর বেশি।  

ইত্তেফাক/এআই