শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জাতীয় শোক দিবসে কিশোর গ্রন্থ ‘বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল’

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২২:০৪

জাতীয় শোক দিবসে বের হলো কিশোর গ্রন্থ ‘বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল, বেথনাল গ্রিন, লন্ডন’। বইটি লিখেছেন কানাডা অভিবাসী কবি ও সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলাল। 

বইটির প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন লি.। প্রচ্ছদ করেছেন রাজীব রাজু। আর ভেতরে চার রঙ্গের অলংকরণ করেছেন হিরন্ময় দত্ত। আর ভূমিকা লিখেছেন খ্যাতিমান কবি নির্মলেন্দু গুণ।

উল্লেখ্য, লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল’ প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে। এই ঐতিহাসিক স্কুলে প্রতি বছর গড়ে চারশ শিক্ষার্থী লেখাপড়া করে। লন্ডনে ১৪ হাজার ৭৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধু প্রাইমারি স্কুলের অবস্থান ৬০৩ নম্বরে। সেই শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তিন কিশোরের গল্প ‘বঙ্গবন্ধু প্রাইমারি স্কুলঃ বেথনাল গ্রিন লন্ডন’।

বইটিতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঘিরে বিদেশে বঙ্গবন্ধুর নামানুসারে রাস্তা-ঘাট, তার ভাস্কর্য, তার স্মরণে ডাক ডিকিট, বঙ্গবন্ধুর চেয়ার, বঙ্গবন্ধু সেন্টারের কথা উপস্থাপিত হয়েছে।

ইত্তেফাক/এএএম