মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিরামপুরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৮:৩৯

বিরামপুরে শনিবার রাতে কানে এয়ার ফোন দিয়ে রেললাইনে বসে গান শুনতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে বিরামপুর শহরের ইসলামপাড়া মহল্লার মাহফুজুর রহমান মুক্তারের ছেলে নবম শ্রেণির ছাত্র শাহরিয়ার হাসান (১৫)।

বিরামপুরের চাঁদপুর মধ্যপাড়া এলাকায় রেললাইনে বসে কানে এয়ার ফোন লাগিয়ে গান শুনছিল সে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে শাহরিয়ার রেল লাইন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। 

জিআরপি হিলি আইসির উপ-পরিদর্শক কায়কোবাদ জানান, ঘটনাস্থলে লাশের সুরতহাল লিপিবদ্ধ করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর জিআরপি থানায় ইউডি মামলা হয়েছে।

ইত্তেফাক/এমএএম