বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গুচ্ছের মানবিক ইউনিটের ফলাফল প্রকাশ, পাশ ৫৬.২৬ শতাংশ

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৮:৩২

গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয় মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছে ৫৬.২৬ শতাংশ। 

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (gstadmission.ac.bd) মানবিক ইউনিটের ভর্তি ফলাফল  প্রকাশ করা হয়। এরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সমন্বিত ভর্তি পরীক্ষার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক সংবাদ সম্মেলন করেন। 

তিনি বলেন, এবার গুচ্ছ পদ্ধতিতে মানবিক অনুষদে মোট আবেদন পড়েছে ৯০ হাজার ৬৩৭  জন । তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৮৫ হাজার ৫১২ জন, আর অনুপস্থিত ছিল ৫ হাজার ১২৫ জন । এই ইউনিটে পাশের হার ৫৬.২৬ শতাংশ আর অকৃতকার্য হয়েছে ৪৩.৬৮ শতাংশ। আর সর্বোচ্চ নম্বর (৮২.২৫) পেয়ে প্রথম স্থান অধিকার করেছে দিগন্ত বিশ্বাস। দিগন্ত দিনাজপুর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। 

এছাড়া তিনি আরও বলেন, এ ফলাফল নিয়ে যদি কেউ সন্তুষ্ট না থাকে তাহলে সে চ্যালেঞ্জ করতে পারবে। এজন্য তাকে ২০ আগস্টের পরে ২ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।

ইত্তেফাক/এআই