শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বায়ো-জিন বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২২

সফল নারী উদ্যোক্তা রাফিজা

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৩:৪৫

ফ্যাশন ডিজাইনার ও আন্তর্জাতিক প্রত্যায়িত মেকআপশিল্পী এবং ফ্যাশন ব্র্যান্ড রাফিজা’স ক্লোজেটের সিইও রাফিজা সুলতানা সফল নারী উদ্যোক্তার স্বীকৃতি হিসেবে বায়ো-জিন বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২২ অর্জন করেছেন। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি সম্প্রতি রাজধানীর শেরাটন হোটেলে মিরর ম্যাগাজিন আয়োজিত ম্যাক্স স্পোপারস প্রেজেন্টস ‘বায়ো-জিন বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২২’ অনুষ্ঠানে যোগ দেন এবং প্রধান অতিথি হিসেবে ৩৩টি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। নিরব, পূজা চেরি, দীঘি ও বুবলির মতো তারকারাও শিল্পার হাত থেকে এই অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাফিজা বলেন, ‘পুরস্কার জেতা সবসময়ই আনন্দের। প্রতিটি পুরস্কার আমাকে নতুন করে অনুপ্রেরণা যোগায়। আর বলিউড তারকা শিল্পা শেঠীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করা তো অবশ্যই আমার জন্য অনেক আনন্দ ও গর্বের বিষয়।’ প্রয়াত সেনা কর্মকর্তা আবদুস সাত্তার (অবসরপ্রাপ্ত) এবং মিনা আক্তারের কনিষ্ঠ সন্তান রাফিজা সুলতানা তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণার নাম। অনেক বাধা অতিক্রম করে, জীবনের প্রতিটি প্রতিবন্ধকতাকে জয় করা এক ফিনিক্স পাখির নাম রাফিজা। ফ্যাশন ডিজাইন সেক্টরে কাজ করা রাফিজা যখন নারায়ণগঞ্জ মর্গান গার্লস হাই স্কুলে অধ্যয়নরত, তখন থেকেই জামাকাপড়ের ডিজাইন করতে পছন্দ করতেন। কম বয়সে তৈয়বুল ইসলাম সেলিমের সাথে তার বিয়ে হওয়ার পরে ভেবেছিল তার স্বপ্ন বুঝি অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে! কিন্তু রাফিজা হাল ছাড়েননি। তিনি বিশেষ দিনগুলোতে তার স্বামীর জন্য উপহার হিসাবে পাঞ্জাবি তৈরি করতে থাকেন। সেগুলো দেখে তার স্বামী এবং আত্মীয়স্বজন তাকে তার নিজস্ব ব্র্যান্ড চালুর জন্য উদ্বুদ্ধ করতে শুরু করেন। তাদের অনুপ্রেরণায় আত্মবিশ্বাসী হয়ে তিনি ২০১৯ সালে রাফিজা’স ক্লোজেট নামে ব্যবসা শুরু করেন।

ইত্তেফাক/এসটিএম