শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি স্বর্ণেরবারসহ আটক ১

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৫:৩৭

বেনাপোলে ১৭ পিস (১ কেজি ৯৮৫ গ্রাম) স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪২) নামে একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক মোনতাজ বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দীন মোহম্মাদের ছেলে।

শুক্রবার (১৯ আগস্ট) বেনাপোলের শার্শার রুদ্রপুর সীমান্তে ১৭ পিছ স্বর্ণের বার মোনতাজ হোসেন আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি) জানান, শুক্রবার সকাল ৯ টার সময় শার্শার রুদ্রপুর  সীমান্ত দিয়ে বৃহৎ একটি স্বর্ণের চালান পাচার হবে এমন খবর পেয়ে  রুদ্রপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা রুদ্রপুর  সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একজন সোনা পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে লুকিয়ে রাখা ১৭ পিস সোনা জব্দ করা হয় (যার ওজন ১ কেজি ৯৮৫ গ্রাম)। যার মূল্য ২ কোটি টাকা বলে বিজিবি জানান। স্বর্ণসহ আটক আসামি মোনতাজকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম