শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন 

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৪:২৬

জাতীয় শোক দিবস পালন কমিটি, বাংলাদেশ ব্যাংকের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৪টায় এই আলোচনা সভা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন শহীদ বুদ্ধিজীবী কন্যা অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী। অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এইচ. এম. দেলোয়ার হোসাইন সভাপতিত্ব করেন। 

স্বাগত বক্তব্য প্রদান করেন পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর লিটন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ হোসেন সাগর। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরেরা শোক দিবস সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশের অর্থনৈতিক খাতকে মজবুত করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ইত্তেফাক/মাহি