শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাংনীতে র‌্যাবের অভিযানে ককটেলসহ আটক ২

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ২২:৪৩

গাংনীতে র‌্যাবের অভিযানে তিনটি ককটেলসহ দুই জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ এক হাজার চারশ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাতে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন, গাংনী উপজেলার কোদাইল কাটি গ্রামের আব্দুস সালামে ছেলে আব্দুল আলিম ওরফে স্বপন (৩৫) ও কুঠি ভাটপাড়া গ্রামের সাকেম আলীর ছেলে সিফাত আলী মন্ডল (৫৫)। 

র‌্যাব-৬ গাংনী ক্যাম্পে ডিএডি নূরুল আমিন জানান, মঙ্গলবার দিবাগত রাতে নাশকতামূলক কর্মকাণ্ডের লক্ষে বিস্ফোরকসহ কয়েকজন ব্যক্তি ভাটপাড়া গ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি ককটেল, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। বুধবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলা সহ গাংনী থানায় হস্তান্তর করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আটকদের বুধবার মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচডি