শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্রীলঙ্কায় যেকারণে চীনা গুপ্তচর জাহাজ! 

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৮:৫৭

শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে চীনা ইউয়ান ওয়াং-৫ নামক ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট ট্র্যাকিং জাহাজ নোঙর করেছে। দেশটির সরকারের অনুরোধের পরেও চীন থেকে এই পদেক্ষেপ নেওয়া হয়। ভারত ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও চীন শ্রীলঙ্কায় এই জাহাজ নিয়ে গেছে।  

ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগকে পাত্তা না দিয়ে ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপরাষ্ট্রে জাহাজ ভেড়ানোকে চীনের জয় হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিজের 
স্বার্থ হাসিল করতেই চীন দেশটিকে শোষণ করার চেষ্টা চালাচ্ছে। 

হাম্বানটোটা বন্দরের উদ্দ্যেশে গত সোমবার (২২ আগস্ট), ইউয়ান ওয়াং-৫ চীনা ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট ট্র্যাকিং জাহাজটি পাড়ি দেয়। ভারত মহাসগরের উত্তর পশ্চিমাঞ্চলে চীনের এই জাহাজ স্যাটেলাইট গবেষণা চালাতে পারে। যা ভারতের নিরাপত্তা ঝুঁকির কারণ। 

এই ঘটনায় ভারত তাদের নিরাপত্তার আশঙ্কার কথা জানিয়েছে। 

ইত্তেফাক/এসআর