শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বন্ধুর সঙ্গে চ্যাটিং বন্ধ করায় কিশোরীকে গুলি

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৭:৪১

ভারতের দিল্লিতে ১৬ বছর বয়সী একটি কিশোরীকে তিন ব্যক্তি গুলি করেছে। ঘটনার দুই দিন পর পুলিশ দুই হামলাকারীকে গ্রেপ্তার করেছে। দিল্লির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ওই কিশোরী তার এক বন্ধুর সঙ্গে বার্তা আদানপ্রদান বন্ধ করলে তিনি হামলার শিকার হন। খবর এনডিটিভির। 

আটক ববি এবং পবন নামে দুই ব্যক্তি পুলিশকে বলেছে, মেয়েটি হঠাৎ করে আরমান আলীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। এরপর তিনি এই হামলার পরিকল্পনা করেন।

আরেক পুলিশ কর্মকর্তা বলেন, আরমান আলি পলাতক আছেন। পুলিশ তাকে ধরতে তথ্যদাতাদের কাছে সাহায্য নিচ্ছেন। 

দিল্লির এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত দুই বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কিশোরীর সঙ্গে যোগাযোগ ছিল আরমান আলীর। ছয় মাস আগে মেয়েটি তার বার্তার উত্তর দেওয়া বন্ধ করায় তিনি হামলার পরিকল্পনা করেছিলেন। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দক্ষিণ দিল্লির সানগম বিহার এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে একাদশ শ্রেণির এই ছাত্রীকে গুলি করা হয়। ভুক্তভোগী তার কাঁধে আঘাত পেয়েছেন। পুলিশ জানিয়েছেন, তিনি এখন আশঙ্কামুক্ত আছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা পেছন থেকে মেয়েটিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।  

 

ইত্তেফাক/এসআর