বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বল এখন শ্রীলঙ্কার কোর্টে: চীন

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২:৩৫

ঋণ ফেরত ইস্যুতে বল এখন শ্রীলঙ্কার কোর্টেই রয়েছে বলে দাবি করেছে চীন। সম্প্রতি শ্রীলঙ্কাকে ঋণ ফেরত দিতে চাপ দিচ্ছে চীন। তবে চীনের এই সুর পরিবর্তনের অনুরোধ জানিয়েছে  শ্রীলঙ্কা। এনিয়ে কলম্বোতে অবস্থিত চীন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে ডেইলি মিরর।

দূতাবাসের এক মুখপাত্র জানান, চীন তার ব্যাংকগুলোকে এ বিষয়ে আলোচনা করতে উৎসাহিত করেছে। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও শ্রীলঙ্কার তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের মধ্যেকার এক ফোনালাপে চীনের অবস্থান স্পষ্ট করা হয়েছিল। 

তিনি আরও বলেন, তারা শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল। কিন্তু, তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। একইসঙ্গে শ্রীলঙ্কা দাবি করেছে, প্রথমে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তি করতে চায় তারা। তাই বল এখন শ্রীলঙ্কার কোর্টেই রয়েছে।  

আইএমএফ-এর হিসাব অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় ঋণ ছিল ৬.২ বিলিয়ন ডলার। সবথেকে বেশি ঋণ পেয়েছে জাপান ও চীন থেকে। এরপরে আছে ভারত। 
তারা শ্রীলঙ্কার অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে ৪ বিলিয়ন ডলার সাহায্য করেছে। এ ছাড়া শ্রীলঙ্কার ইন্টারন্যাশনাল সোভেরিন বন্ড ঋণ আছে ১৪ বিলিয়ন ডলারের।

ইত্তেফাক/এসআর