শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

২০০ ছাড়ালো হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৯:৪১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫২ জন। সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, রবিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩২ জন।
এতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৬৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৫১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৬৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৫ জন। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

ইত্তেফাক/এনএ