বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মামলা না করেই ফিরেছেন ক্রিকেটার আল আমিনের স্ত্রী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০২:১৫

জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন দুই সন্তানের জনক। দুই বছর ধরে জাতীয় দলের বাইরে ডানহাতি এই পেসার। পারফরম্যান্স নয়, এবার অপ্রীতিকর ঘটনায় খবরের শিরোনাম হলেন তিনি। গতকাল এই ক্রিকেটারের বিরুদ্ধে তার স্ত্রী ইশরাত জাহান মিশু নারী নির্যাতনের অভিযোগ নিয়ে মিরপুর মডেল থানায় হাজির হয়েছিলেন।

পরে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, তাকে মারধর করেন আল-আমিন। অত্যাচার করে বাসা থেকে বের করে দেন। অতীতেও তিনি জিডি করেছেন এ বিষয়ে। আল-আমিন দ্বিতীয় বিয়ে করেছেন বলে দাবি ইশরাত জাহান মিশুর। এখন পুলিশের সহযোগিতায় এ বিষয়ে আপস করতে চাইছেন তিনি। আল-আমিনের স্ত্রী বলেছেন, ‘হ্যাঁ, আমি আপস করতে চাই। আমার দুই সন্তান নিয়ে কোথায় যাব আমি?’

ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান। জানতে চাইলে গতকাল তিনি বলেছেন, ‘দুপুরে ক্রিকেটার আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান মিশু তার স্বীমার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে আসেন। থানায় বসে তিনি তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। ইসরাত জাহান মিশু পুলিশকে জানান, তিনি আপস করতে চান। পরে তিনি থানা থেকে চলে যান। এ ব্যাপারে তার অভিযোগ থানায় মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। ভিকটিম চাইলে আমরা মামলা হিসেবে গ্রহণ করব।’

এদিকে যোগাযোগ করা হলে এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ক্রিকেটার আল-আমিন।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭ টেস্ট, ১৫ ওয়ানডে ও ৩১ টি-২০ খেলেছেন পেসার আল-আমিন। সর্বশেষ ২০২০ সালের মার্চে সিলেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ খেলেছেন ৩২ বছর বয়সি এই ক্রিকেটার।

 

ইত্তেফাক/ইআ