শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফুলবাড়ীতে বাজারে উঠছে আগাম শীতকালীন সবজি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৭

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর বাজারসহ ইউনিয়ন পর্যায়ের হাটবাজারে আগাম জাতের বিভিন্ন প্রকার শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। তবে দাম চড়া হওয়ায় কৃষকরা লাভবান হলেও নিম্নবিত্ত পরিবারের লোকেরা এসব সবজি কিনতে পারছেন না। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকাসহ সাত ইউনিয়নে ৪৯০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার আগাম জাতের শীতকালীন সবজি চাষাবাদ করা হয়েছে। 

উপজেলার পৌর বাজারসহ আটপুকুরহাট, পুখুরীহাট ও আমডুঙ্গি হাট ঘুরে দেখে গেছে, এসব বাজারে আগাম জাতের শীতকালীন বিভিন্ন প্রকার সবজি উঠতে শুরু করেছে। 
ফুলবাড়ীর পৌর বাজারের ক্রেতা রিকশাচালক আফজাল হোসেন বলেন, ইচ্ছা ছিল বাজার থেকে কিছু আগাম জাতের শীতকালীন সবজি কিনব। কিন্তু দাম বেশি হওয়ায় কেনা হয়নি। 

খুচরা সবজি ব্যবসায়ী হারুন উর রশীদ বলেন, সবেমাত্র আগাম জাতের শীতের সবজি উঠতে শুরু করেছে। আমদানি কম হওয়ায় দাম একটু চড়া। তবে আমদানি বাড়লে, দামও কমে আসবে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর আলম বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সবজি চাষাবাদ হয়েছে। বেশি লাভের আশায় কৃষকরা আগাম জাতের শীতকালীন সবজি চাষাবাদ করেন।

ইত্তেফাক/এআই