রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চোট পেয়ে ৬ সেলাই মুশফিকের হাঁটুতে  

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৪

বাংলাদেশ দলে ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি কাজ করেন তিনিই। এবার সেই ফিটনেস নিয়ে কাজ করতে গিয়েই পড়লেন বিপদে। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমনেশিয়ামে ব্যক্তিগত অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছেন মুশফিক।  সেখানে লেগেছে ছয়টি সেলাই। 

বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী মুশফিকের ইনজুরির খবরটি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ‘আজ (শনিবার) সকালে মুশফিক বা পাঁয়ে আঘাত পেয়েছিল, হাসাপাতালে নিয়ে আঘাত পাওয়া স্থানে ৫ থেকে ৬ টা সেলাই দিতে হয়েছে। কোনো প্রকার ফ্র‍্যাকচার (চিড়) ধরা পড়েনি। এটা দ্রুতই ঠিক হয়ে যাবে। ৭ দিন পর আবার চেক আপ করা হবে, তখন নিশ্চিত করে জানা যাবে আসলে কয়দিন লাগবে সুস্থ হতে। আর ফ্র্যামচার না থাকায় ১০ দিনের মধ্যে সেলাইও কাটা যাবে। আপাতত সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে।

চোট থেকে সেরে উঠতে মুশফিকের ১৪ দিন সময় লাগবে বলে জানা গেছে বিসিবির মেডিক্যাল বিভাগের সূত্র থেকে। 

সকালে চোট লাগার পর বেলা দশটার দিকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেয়ার পর আঘাত পাওয়া স্থানে সেলাই  দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে মুশফিককে।

এদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় আপাতত জাতীয় দলের ব্যস্ততা নেই মুশফিকের। তবে আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। হঠাৎ করে চোট পাওয়ায় জাতীয় লীগের শুরু থেকে খেলতে পারবেন কিনা সেটি নিয়েও দেখা দিয়েছে সংশয়। 

ইত্তেফাক/এসএস