শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শি'র ক্ষমতা নিশ্চিত করতে যা করবে কমিউনিস্ট পার্টি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৩

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতা র্নিশ্চিত করতে সংবিধান সংশোধন করা হতে পারে।

সিঙ্গাপুর পোস্টের খবরে বলা হয়েছে, সংশোধিত সংবিধান নিশ্চিত করবে দেশ, সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতে বিধি ও সংস্কারগুলো প্রেসিডেন্ট শি'র আদেশের সঙ্গে মিলিত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ অক্টোবর বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কংগ্রেসে শি'কে দেশটির সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে ঘোষণা করা হবে। 

বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকেই শি'কে দেশটির প্রেসিডেন্ট হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে কংগ্রেসে দলটির নতুন শীর্ষ নেতৃবৃন্দে বেছে নেওয়া হবে। কমিউনিস্ট পার্টির ২৫ সদস্য বিশিষ্ট পলিটব্যুরোর এই বৈঠক ‘অতি গুরুত্বপূর্ণ’।  

ইত্তেফাক/এসআর