রোববার, ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

প্রিমিয়ার লিগের মাসসেরা হালান্ড

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৬

আগস্ট মাসে প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড। এই মৌসুমের শুরুতেই বরুসিয়া ডর্টমুন্ড থেকে ৫১ মিলিয়ন ইউরোর বিনিময়ে সিটিজেনদের ডেরায় যোগ দেন হালান্ড।

ম্যানচেস্টার সিটির হয়ে গত ৬ ম্যাচে  টানা গোল করেছেন ২২ বছর বয়সী এই নরওয়েজিয়ান তরুণ। আগস্ট মাসে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার  স্বরূপ মাসসেরার স্বীকৃতি পেলেন হালান্ড।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সিটির সর্বশেষ ম্যাচে সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে করেছেন দুর্দান্ত এক অ্যাক্রোবেটিক গোল। ম্যাচে পিছিয়ে পড়েও হালান্ডের গোলে শেষ পর্যন্ত সিটিজেনরা ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। 

এই নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় সিটির হয়ে ১৩টি গোল করেছেন হালান্ড। এর মধ্যে প্রথম মাসেই করেছেন ৯ গোল। লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচেই করেছিলেন জোড়া গোল। এরপর নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে করেছেন টানা দুই হ্যাটট্রিক। এর ভেতর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও হালান্ডের প্রথম হ্যাটট্রিকে ৪-২ গোলের জয় নিশ্চিত করে পেপ গার্দিওলার দল।

ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েই এমন দুর্দান্ত পারফরম্যান্সই  আগস্ট মাসের প্রিমিয়ার লিগ সেরার পুরস্কার এনে দিয়েছে হালান্ডকে।

ইত্তেফাক/এসএস