চলমান ক্যারিবীয়ান সুপার লিগের (সিপিএল) বাকি অংশে খেলতে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে যোগ দিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার তাবরাইজ শামসির জায়গায় গায়ানা দলে ভেড়ালো টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অলরাউন্ডারকে। জাতীয় দলের খেলা থাকার কারণে তাবরাইজ শামসিকে ছেড়ে দিতে হচ্ছে গায়ানার। তার জায়গাতেই একজন বাঁহাতি স্পিনারের প্রয়োজন পড়ে সিপিএল ফ্র্যাঞ্চাইজিটির।
শামসির জায়গা পূরণ করতেই অভিজ্ঞ সাকিবকে দলে ভেড়ালো তারা। টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের (৪১৯) তালিকায় পঞ্চমস্থানে রয়েছেন সাকিব।
জাতীয় দলের খেলা থাকার কারনে সিপিএল ছাড়ছেন তাবরাইজ। সতীর্থ ইমরান তাহিরের সাথে চলমান আসরে বেশ ভালো ফর্মে ছিলেন শামসি।
সিপিএলে এর আগেও খেলেছেন, শুধু খেলেছেন তাই নয়, জিতেছেন শিরোপাও। ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে প্রথম সিপিএল শিরোপা জেতেন সাকিব। তিন বছর পর বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়েও শিরোপা জেতেন তিনি।
সিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ড বাংলাদেশের অধিনায়ক সাকিবের দখলেই। ২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে রেড স্টিলের বিপক্ষে ৪ ওভারে ১ মেডেন দিয়ে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এটিই সাকিবের সেরা বোলিং ফিগার।