রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ ১৮ থেকে ১৯ সেপ্টেম্বর চীন সফর করছেন। এ সফরে তিনি চীন-রাশিয়া কৌশলগত নিরাপত্তা পরামর্শের ১৭তম রাউন্ড এবং চীন-রাশিয়া আইন-প্রয়োগকারী ও নিরাপত্তা সহযোগিতা ব্যবস্থার সপ্তম বৈঠকে অংশগ্রহণ করবেন।
রোববার (১৮ সেপ্টেম্বর) চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিংয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় চায়না ডেইলি।
মাও জানান, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির ফরেন অ্যাফেয়ার্স কমিশনের অফিসের পরিচালক ইয়াং জিচির আমন্ত্রণে পাত্রুশেভ এই সফর করছেন।
ইয়াং ও পাত্রুশেভ গত বছরের মে মাসে কৌশলগত নিরাপত্তা পরামর্শের ১৬তম রাউন্ডের সহ-সভাপতি ছিলেন। তখন দুই দেশ চীন-রাশিয়া চুক্তি স্বাক্ষরের ২০তম বার্ষিকী উদযাপন করেছিল।