শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রানিকে রেখে এলেন রাজপরিবারের সদস্যরা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০১:২০

রানি দ্বিতীয় এলিজাথের কফিন সেন্ট জর্জ চ্যাপেলে রেখে চলে গেলেন পরিবারের সদস্যরা। রাজপরিবারের রীতি অনুযায়ী রানিকে সমাহিত করার আগে সেন্ট জর্জ চ্যাপেল থেকে বিদায় নিলেন তারা। এখানেই সমাহিত করা হবে রানি দ্বিতীয় এলিজাবেথকে। 

এর আগে উইন্ডসর ক্যাসেলের সেইন্ট জর্জেস চ্যাপেলে রানির জন্য প্রার্থনা শুরু হয়। সেখানে আশীর্বাদ অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।

রানি দ্বিতীয় এলিজাথের কফিন সেন্ট জর্জ চ্যাপেলে রেখে যাচ্ছেন পরিবারের সদস্যরা।

এই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছেন তাদের বেশিরভাগই ওয়েস্টমিনস্টার অ্যাবির অনুষ্ঠানে ছিলেন না। রানির অনেক বর্তমান এবং সাবেক স্টাফ এই প্রার্থনায় যোগ দেন।

আজকের সারাদিনের আনুষ্ঠানিকতার সমাপ্তি টানা হবে এই সেইন্ট জর্জেস চ্যাপেলেই। স্থানীয় সময় সন্ধ্যায় রানিকে সমাহিত করা হবে তার প্রয়াত স্বামী ডিউক অব এডিনবরার পাশে। 

আশীর্বাদ অনুষ্ঠান পরিচালনা করছেন আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।

এর আগে ওয়েলিংটন আর্চ থেকে দীর্ঘ যাত্রা শেষে উইন্ডসর ক্যাসেলে পৌঁছেছে রানির কফিন। এরপর সেখান থেকে নেওয়া হয়েছে সেন্ট জর্জ চ্যাপেলে। এই অনুষ্ঠানিকতায় কেবল রাজপরিবারের সদস্য, রানির ব্যক্তিগত স্টাফ এবং আমন্ত্রিতরাই শুধু যোগ দিয়েছেন।

ইত্তেফাক/এএইচপি