বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘চীন শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে এক করবে’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৬

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাইওয়ান দ্বীপের চারপাশে বড় সামরিক কৌশল মঞ্চস্থ করেছে চীন। এরপর বেইজিং বলেছে, তারা স্ব-শাসিত দ্বীপটির সঙ্গে শান্তিপূর্ণভাবে পুনর্মিলন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, চীন তাইওয়ানকে তার ভূখণ্ড বলে দাবি করে। কিন্তু দ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ও ২ কোটি ৩০ লাখ জনগণ এই দাবি প্রত্যাখ্যান করেন।

বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের প্রতি ক্রমবর্ধমানভাবে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইপেই সফরের পরে দ্বীপের ওপর সমুদ্র ও বিমান মহড়া শুরু করেছে।

চীন তাইওয়ানকে তার ভূখণ্ড বলে দাবি করে
চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র মা জিয়াওগুয়াং জানায়, চীন শান্তিপূর্ণভাবে তাইওয়ানের পুনর্মিলন অর্জনের জন্য সর্বোত্তম প্রচেষ্টা করতে ইচ্ছুক কিন্তু এটি তার ভূখণ্ড রক্ষা করার প্রতিশ্রুতিতেও অটল থাকবে।

তিনি বলেন, 'মাতৃভূমিকে পুনঃএকত্রিত করতে হবে এবং অনিবার্যভাবে পুনরায় একত্রিত হবে'।

ইত্তেফাক/ডিএস/এসসি