শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কৃষ্ণাদের লাগেজ থেকে চুরির ঘটনায় সাধারণ ডায়েরি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৭

সাফের শিরোপা জিতে দেশে ফিরে কৃষ্ণারা পেয়েছে উষ্ণ অভ্যর্থনা। সঙ্গে জুটেছে তিক্ত অভিজ্ঞতাও। বিমানবন্দর থেকে বাফুফে কার্যালয়ে গিয়ে রাতের বেলা নিজেদের লাগেজগুলো পেয়ে দেখেন সেখান থেকে চুরি গেছে নগদ অর্থসহ অন্যান্য সামগ্রী। 

নারী দলের দুই ফুটবলার কৃষ্ণা রাণী সরকার আর শামসুন্নাহারের লাগেজ থেকে অর্থ চুরির ঘটনায় আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ বৃহস্পতিবার দুপুরে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘লাগেজ থেকে অর্থ চুরির বিষয়ে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সিভিল এভিয়েশনকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছি। এছাড়া মতিঝিল থানা ও এয়ারপোর্ট থানাতে সাধারণ ডায়েরি করা হয়েছে।’

যদি চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়া না যায় বা চুরির ঘটনা শনাক্ত করা না যায় তাহলে কৃষ্ণাদের চুরি যাওয়া অর্থ বাফুফের পক্ষ থেকেই ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন কিরণ।

এসময় বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, ‘বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিভিল এভিয়েশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিষয়টি তদন্ত করে আমাদেরকে জানানো হবে।’

হারানো বা চুরির ঘটনাটি কাট্মুন্ডূতেও হতে পারে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা রওনা হয়েছি কাঠমুন্ডু থেকে। কাঠমুন্ডু-ঢাকা বিমানবন্দর সহ অনেক জায়গায় মুভ করেছে মেয়েরা। বাফুফে ভবনেয়াসার পর তাদের লাগেজগুলো এখানি ছিলো, অন্য জায়গার সঙ্গে বাফুফে ভবনের ফুটেজও দেখা হবে প্রয়োজনে।’

 

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন