বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে পাকিস্তানে অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৯

মানবতাবাদী, অ্যাক্টিভিস্ট ও হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা ও সরাসরি কথা বলতে পাকিস্তানে পৌঁছেছেন। বর্তমানে জোলি সিন্ধু প্রদেশের দাদু শহরে বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি কর্তৃক জারি করা এক প্রেস রিলিজ অনুসারে, জোলি পাকিস্তানে পরিস্থিতি প্রত্যক্ষ করতে ও বোঝতে এসেছেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে তাদের চাহিদা এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ভোগ রোধে পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

জোলি হেলিকপ্টার দিয়ে দাদু শহরের জমজামা তেলক্ষেত্রে পৌঁছান
প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী জোলি হেলিকপ্টার দিয়ে দাদু শহরের জমজামা তেলক্ষেত্রে পৌঁছান। একটি নৌকায় করে জোহি ও এর আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করেন। তিনি বন্যা কবলিত মানুষদের সাহায্য করবেন বলে আশা করা হচ্ছে।

জোলি এর আগে ২০০৫ ও ২০১০ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে পাকিস্তান সফর করেছিলেন। তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) জরুরী প্রতিক্রিয়া অপারেশনের অংশ হিসেবে পরিদর্শন করছেন।

 

ইত্তেফাক/ডিএস/এসসি