শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

হাবিপ্রবিতে নতুন তিন সহকারী প্রক্টর 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৭

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  (হাবিপ্রবি) সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন নতুন তিন শিক্ষক।

২০ সেপ্টেম্বর অতিরক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক মো. জুয়েল আহমেদ সরকার, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন এবং ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণ চন্দ্র রয় নতুন সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন।

ইত্তেফাক/এআই