রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

উত্তরায় চোরচক্রের হোতা 'স্পাইডারম্যান' বিল্লাল গ্রেফতার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:২১

ময়মনসিংহ থেকে মোঃ বিল্লাল হোসেন (২২) ও মোঃ নুরুল্লাহ রাকিব (২০) নামের দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি করা বিভিন্ন মালামাল এবং চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতার বিল্লাল ময়মনসিংহ জেলার পাগলা থানার শামসুল হকের ছেলে এবং রাকিব ফেনী জেলার সোনাগাজী থানার নুর নবীর ছেলে।

২৩ সেপ্টেম্বর উত্তরা ৩নম্বর সেক্টরের নভোএয়ারের ফ্লাইট অপারেশন অফিসে চুরি হয়। এ ঘটনায়  ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয় বিল্লালকে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী থেকে গ্রেফতার করা হয় রাকিবকে। এসময় তাদের কাছ থেকে ওই অফিস থেকে চুরি করা একটি ল্যাপটপ এবং গ্রিল ভাঙার যন্ত্র উদ্ধার করা হয়।

সিড়ি ছাড়াই ভবনে উঠে 'স্পাইডারম্যান' বিল্লাল!

সিড়ি ছাড়াই পাঁচ তলা ভবন পর্যন্ত উঠতে পারে বিল্লাল। দেয়াল বা পাইপ বেয়েই সে যেকোনো ভবনের পাঁচতলা পর্যন্ত উঠে যেতে পারে। এ কারণে তাকে স্পাইডারম্যান বিল্লালও বলে। মূলত তার টার্গেট বিভিন্ন অফিস। রাতের বেলা অফিসে লোকজন থাকে না। তাই এসব অফিসে গিয়ে ল্যাপটপ চুরি করাই তার প্রধান লক্ষ্য।

২২ বছর বয়সের ১০ বছরই চুরি!

বিল্লালের বয়স মাত্র ২২ বছর। কিন্তু এই ২২ বছরের মধ্যে তার চুরির অভিজ্ঞতাই ১০ বছরের! মাত্র ১২ বছর বয়সেই তাকে দলে নেয় চোরচক্র সাইফুল গ্যাং। শারীরিক গঠনে ছোট হওয়ায় এবং গ্রিল বেয়ে ভবনে উঠতে পারায় সাইফুল তাকে দিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা খোলার কাজে ব্যবহার করে। কিন্তু এই কাজে সিদ্ধহস্ত হওয়ার সাথে সাথেই সাইফুলের গ্যাং ছেড়ে নিজেই গ্যাং তৈরি করে বিল্লাল। গত ১০ বছরে পাঁচ শতাধিক চুরি করেছে জানিয়েছে বিল্লাল।

২০০ টাকা দিয়েও ল্যাপটপ বিক্রি করে বিল্লাল!

বিল্লালের মূল টার্গেট বিভিন্ন অফিসের ল্যাপটপ। কিন্তু সবসময়ই সে ল্যাপটপের ক্রেতা পায় না। তাই বাধ্য হয়ে মাঝে মাঝে ২ হাজার, ১ হাজার এমনকি ৫০০ ও ২০০ টাকায়ও ল্যাপটপ বিক্রি করেছে সে।

ইত্তেফাক/এসসি