শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উপলক্ষে বিএনএ ও স্বানাপের দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২২:৩১

বঙ্গবন্ধু কন্যা মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) এর পক্ষ্য থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)র ঢামেক এর সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী। 

তিনি বলেন, জনগনের মানসম্মত নার্সিং সেবা নিশ্চিতকরনে ও আধুনিক নার্সিং শিক্ষা সম্প্রসারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের নার্সিং সেক্টরে গত ১৪ বছরে ৪০ হাজার নার্স নিয়োগ দিয়েছেন, আরও ১০ হাজার নার্স এবং ৫ হাজার মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়াধীন। দেশের সকল নার্সদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন। 

দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) এর মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ বলেন নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে আন্তর্জাতিক মানে উন্নতি করার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র একান্ত সহযোগিতায় ২০১৬ সালে সেবা পরিদপ্তরকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে রূপান্তর করা হয়। 

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি (ঢাকা মহানগর),  মো. নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম মনির, যুগ্ম মহাসচিব মো. রাকিবুল হাসান, উপদেষ্টা মো. লিয়াকত আলী খান, উপদেষ্টা আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম মহাসচিব রাসেল, সদস্য ফারুক হোসেন, মো. মতিউল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/ইআ