সিলেটের জকিগঞ্জে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক সিএনজি চালকসহ এক সহযোগীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে অভিযান চালিয়ে ইয়াবার এ চালানসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার খলাছড়া ইউপির কাপনা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রেহান উদ্দিন ও একই ইউপির দক্ষিণ ভূঁইয়ার মোড়া গ্রামের আব্দুস সালামের ছেলে সিএনজি চালক বাবুল আহমদ।
জকিগঞ্জা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। এসময় সন্দেহভাজন একটি সিএনজি থামিয়ে তল্লাশি শুরু করলে চালকসহ অন্য সহযোগী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হই। আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা এবং ইয়াবাগুলো বহন করা সিএনজি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।