বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সুনামগঞ্জে দুর্বৃত্তের হামলায় যুবক খুন

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১১:৪১

সুনামগঞ্জের ছাতকে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার দোলারবাজার দক্ষিণ কুর্শি এলাকায় মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত খালেদ নুর উত্তর কুর্শি গ্রামের আঙুর মিয়ার ছেলে। দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফেরেন তিনি।

দুর্বৃত্তরা খালেদ নুরকে (৩২) ধারালো অস্ত্র  দিয়ে হত্যা করে মসজিদের পাশে ঝোপের মধ্যে লাশ ফেলে যায়। গভীর রাতে লাশ উদ্ধার করে পুলিশ।

ছাতক থানার ওসি মাহবুবুর রহমান জানান, হত্যার ঘটনায় হাসান আহমেদ (২২) নামের একজনকে আটক করেছি। সে দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর পুত্র।

ইত্তেফাক/পিও/এআই