বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০১:২১

সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস উদযাপন ও শিশু অধিকার সপ্তাহ পালন শুরু হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে সার্কিট হাউজ মিনলায়তনে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ বিন রশিদ।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সঞ্চালনায়  আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সাজিদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি সুনামগঞ্জের প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী, ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জ ম্যানেজার মো. শামছুল আলম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শিশু অধিকার বিষয়ক ভিডিও প্রর্দশন করা হয়।

আলোচনা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এসটিএম