শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডেঙ্গুতে মৃত্যু নেই তবে আক্রান্তের নতুন রেকর্ড

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২০:৫৯

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪১৭ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২২০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কেউ মারা যায়নি। ফলে মৃত্যুর সংখ্যা ৬৩ জনে অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৩৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৭৭১ জন ঢাকার মধ্যে এবং ৫৬২ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ০৬ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৯ হাজার ২৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪ হাজার ৫৪৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪ হাজার ৭৩৭ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ১৬ হাজার ৮৮৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১২ হাজার ৭৪৪ জন ঢাকার এবং বাকি ৪ হাজার ১৪৩ জন ঢাকার বাইরের বাসিন্দা।

গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। এ পর্যন্ত এবছরে ডেঙ্গুতে মারা গেছেন ৬৩ জন।

ইত্তেফাক/এনএ

এ সম্পর্কিত আরও পড়ুন