শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হরিণাকুন্ডুতে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৯:৩১

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কুমার নদীর পাড় ধসে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার রঘুনাথপূর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে কুমার নদীতে এ ঘটনা ঘটে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো দুই বোন।

মৃত শিশুরা হলো- মামাতো বোন আরিফা খাতুন (৪) সে নিত্যানন্দপূর গ্রামের সাইফুল ইসলামের মেজ মেয়ে এবং অপর ফুপাতো বোন ইয়াসমিন আক্তার (৫) বাশুদেবপুর গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে।

ছবি- প্রতীকী (সংগৃহীত)

শিশু দুইজনের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিত্যানন্দপূর গ্রামে মামা আশরাফুল ইসলামের বিয়েতে বেড়াতে এসে ইয়াসমিন আক্তার তার মামাতো বোন আরিফাকে নিয়ে মামাবাড়ির পার্শ্ববর্তী কুমার নদীর ধারে খেলতে যায় এক সময় দুই বোনই নদীর ধসে পড়ে পানিতে ডুবে মারা যায়। পরে এলাকাবাসীরা কয়েকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দ্রুত হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে। 

ছবি- প্রতীকী (সংগৃহীত)

হরিণাকুন্ডু থানার চরপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের অনুষ্ঠানে বরকে গোসল করানোর কাজে সবাই ব্যস্ত থাকার ফাঁকে এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে হরিণাকুন্ডু থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

ইত্তেফাক/এমএএম