কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) প্রায় ১০ হাজার সদস্যকে কানাডায় প্রবেশে বাধা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। খবর আল-জাজিরার।
শুক্রবার (৭ অক্টোবর) একটি সংবাদ সম্মেলনের সময় ট্রুডো জানান, কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে আরোপিত নতুন দণ্ডের অধীনে আইআরজিসির শীর্ষ ৫০ শতাংশ সদস্য আজীবন কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা পাবে।
তিনি আরও বলেন, এটি একটি স্থায়ী সিদ্ধান্ত। এর মানে হলো আইআরজিসি নেতৃত্বের ১০ হাজারেরও বেশি সদস্য কানাডায় চিরতরে অগ্রহণযোগ্য হবে।
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির নেতৃত্বে সামরিক বাহিনীর একটি শাখা হলো আইআরজিসি। শাখাটি ইরান সরকারের গোপন বিদেশী অভিযান এবং আঞ্চলিক মিত্রদের জন্য সামরিক সহায়তা করে থাকে।
The Iranian regime continues its reprehensible disregard for human rights. Today, we’re using the most powerful tools at our disposal to crack down on this brutal regime. Watch our announcement live: https://t.co/MojOl3SEkp
— Justin Trudeau (@JustinTrudeau) October 7, 2022
ট্রুডো আরও জানান, তার সরকার এই নিষেধাজ্ঞার ব্যবস্থা কার্যকর করতে ৫৫ মিলিয়ন মার্কিন ডলার (৭৬ মিলিয়ন কানাডিয়ান ডলার) বিনিয়োগ করবে। এর মাধ্যমে ইরান থেকে কানাডায় অর্থ পাচার, ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং গোষ্ঠীগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করবে।