শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উপনির্বাচন বন্ধে হঠকারী কিছু করেনি কমিশন: সিইসি

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৬:৩৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধে হঠকারী কিছু করেনি কমিশন। অনিয়ম দেখায় নির্বাচন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ করা কোনো হঠকারী ছিল না। নির্বাচন কমিশন চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করেই নির্বাচন বন্ধ করা হয়েছে।

উপনির্বাচনে ভোটগ্রহণ। ছবি: ইত্তেফাক

এদিকে, এই উপ-নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে তদন্ত কমিটি করেছে নির্বাচন কমিশন। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসকে