সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে জখম

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১১:১৬

রাজধানীর মোহাম্মদপুর বালুর মাঠ এলাকায় মো. মানিক মিয়া (২৮) ও নয়ন মিয়া (৩০) নামে দুই যুবককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত অবস্থায় রাত দেড়টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত মানিকের চাচা দুলাল বলেন, রাত ১২টার দিকে কয়েকজন মানিক ও তার বন্ধু নয়নকে কুপিয়ে জখম করে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেওয়া হয়।

তিনি আরও বলেন, মানিকের অবস্থা গুরুতর। অক্সিজেন দেওয়া হয়েছে। মানিক ও নয়ন জানিয়েছেন, আদাবরের জুম্মন, শাহীন, ফয়সাল, সোহেল, কাজল, আলামিন ও সাদ্দামসহ ৮-১০ জন তাদের জখম করেছে। রাতে পুলিশ এসেছিল, আমরা থানায় মামলা করতে যাচ্ছি।

বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ওসি নজরুল ইসলাম বলেন, মধ্যরাতে ২ যুবককে কুপিয়ে আহত করার একটি ঘটনা জানতে পেরেছি। রাতে একটি টিম ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছিল। এ বিষয়ে আমাদের একটি টিম কাজ করছে। ঢাকা মেডিক্যালে আহতদের চিকিৎসা চলছে। তাদের স্বজনরা অভিযোগ করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সুদের টাকা নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

ইত্তেফাক/পিও